ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৪

Telegram Group Join Now

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৪ – হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা। কেমন আছ সবাই। আশাকরি, সকলেই ভালো আছ। আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৪ এর বাড়ির কাজ। সেশন ৪ এ বলা হয়েছে, এলাকার সমস্যা এর উপর তথ্য অনুসন্ধান করা।

বর্তমান সময়ে আমাদের সমাজে বা এলাকায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মখিন হতে হয়। এর মধ্যে বাল্যবিবাহ, মাদকাসক্তি, নারী ও শিশু পাচার ইত্যাদি সমস্যার মধ্যে যে কোন একটি সমস্যা তুমি খুঁজে পাবে। আশাকরি, এটার থেকে যে কোন একটি সমস্যা খুঁজে পাবে এর উপর সচেতন মূলক অনুসন্ধান খালি ঘরে লিখতে হবে।

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৪ বাড়ির কাজ

 আমাদের সমস্যা : বাল্যবিবাহ
সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম: বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য, আমরা এলাকায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্ম পরিচালনা করব। আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলব। উঠৈান বৈঠক, আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের বাল্যবিবাহ এর সামাজিক, শারিরীক ও মানসিক কুফল সম্পূর্কে জানাতে হবে। এছাড়া, আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক বাণী লিখে দেয়াল বা পোস্টারে লিফলেট বিতারণ করব। এছাড়া, অধিকতর সচেতনতার জন্য আমরা ছাত্রছাত্রী নিয়ে নাটকের দৃশ্য তৈরি করতে পারি।আমরা ইতিমধ্যে জেনেছি, বর্তমানে সরকার বাল্যবিয়ে রোধ করার জন্য নানান পদ্ধতি অবলম্বন করছে। তাই, প্রশাসনের সাহায্যে আমরা বাল্যবিয়ে রোধ করতে পারি। কোথাও বাল্যবিয়ে সংঘটিত হচ্ছে এমন খবর পেলে আইনশৃঙ্খলা বাহনীর সাহায্য নিব। এছাড়া, আমাদের স্থানীয় থানায়  যোগাযোগ করব এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।

যাই হোক, তোমরা আশাকরি তোমাদের বাড়ির কাজটি করতে পারবে। আমি তোমাদের বুঝানোর জন্য একটি বিষয়ের উপর বাড়ির কাজ করে দিয়েছি। এবার, তোমরা উপরের বাল্যবিবাহ, মাদকাসক্তি, নারী ও শিশু পাচার ইত্যাদি সমস্যার মধ্যে যে কোন একটি সমস্যা বিষয়ে লিখতে পার।

আমাদের শেষকথাঃ

আশাকরি, তোমরা ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৪ এর বাড়ির কাজ খুবই সহজে করতে পারবে। যদি, কোন সমস্যা হয়। তবে, আপনারা অবশ্যই আমাদের কমেন্টবক্সে কমেন্ট করুন। ধন্যবাদ

Leave a Comment