ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৫

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৫ – হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছ। আমরা আজকে ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি বইয়ের অভিজ্ঞতা ১ সেশন ৫ এর তথ্য যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবার আগে সেশন ৫ এর রিডিং পড়ে ভালো ভাবে বোঝার চেষ্টা কর। যে এই সেশন এ কি করতে বা বোঝানোর চেষ্টা করছে বইয়ে।

আমি তোমাদের সাথে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। এই সেশন এ মাধ্যমে তথ্য যাচাই করার জন্য সচেতন করা হয়েছে। যেমন: অনেক সময় ভূল তথ্য ফেসবুক বা সোশাল মিডিয়া ছড়িয়ে পড়ে। এখন তোমাকে এই তথ্যটা সত্য কিংবা মিথ্য সেটি খুঁজে বের করতে হবে। এছাড়া, সেশনটি সম্পূর্ন পড়লে তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে।

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৫ বাড়ির কাজ

আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কী জানলাম তা লিখব:

  • কোন তথ্য কখন প্রকাশ করা হয়েছে, তার তারিখ খুঁজে বের করার চেষ্টা করব।
  • সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব নতুন (Update) তথ্য নেব।
  • সংবাদের শিরোনাম দেখে সিদ্ধান্ত নিব না, পুরো সংবাদটি পড়ব এবং দেখব।
  • একই সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশ করেছে কি খুঁজে বের করব।
  • একই সংবাদ একাধিক গণমাধ্যমে একই তথ্য মিল রয়েছে কি?
  • কোন ধরনের প্রতিষ্ঠানের সম্পূর্কে তথ্যের প্রয়োজন হলে তাদের নিদৃষ্ট ওয়েবসাইটে প্রবেশ করব।

আশাকরি, তোমরা উপরের ছকটি দেখে তোমাদের বাড়ির কাজ বা সেশন ৫ এর তথ্য যাচাই করতে সক্ষম হবে। তোমাদের যদি, কোন কিছূ জানার প্রয়োজন হয়। তাহলে, তোমরা আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আমাদের শেষকথাঃ

আশাকরি, তোমরা ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৫ এর বাড়ির কাজটি করতে পারবে। যদি, কোন বিষয় বুঝতে সমস্যা হয়, তবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদের প্রতিটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

Leave a Comment