ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩ – হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছ তোমরা। আশাকরি, সকলেই ভালো আছ। আমি আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সেশন ৩ এর বাড়ির কাজ কিভাবে করতে হবে। সেটি নিয়ে আজকের আর্টিকেল এ সম্পূর্ন বিস্তারিত ভাবে আলোচনা করব।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৩ এর মূল বিষয় হল শর্টকার্ট-কী? এটার মানে হচ্ছে কম্পিউটার এর কিবোর্ড এর সর্টকার্ট কী? তো তোমাদের বাড়ির কাজটি হল – কম্পিউটারের কী-বোর্ডে কোন কী বা বাটন গুলো চাপলে কি কাজ করবে। তার উপর পাঠ্যবইয়ে কয়েকটি সর্টকার্ট কি দেওয়া হয়েছে, আবার কয়েকটি কী এর কাজ দেওয়া হয়নি। এখন আপনাদের কী গুলোর কি কাজ করবে। তোমাদের সে গুলো বাড়ি থেকে লিখে নিয়ে যেতে হবে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৩ বাড়ির কাজ
কম্পিউটার কী-বোর্ডে এই ’কী’ গুলো চাপলে কি কাজ করবে | বামপাশের ঘরের ‘কী’ গুলো চাপরে কী গটে তা নিচের ঘরগুলোতে লিখব |
Ctrl + A | ডকুমেন্ট এর পুরো অংশ ‘সিলেক্ট’ হয়ে যাবে |
একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে, Ctrl + C | সিলেক্ট করা লিখা কপি হয়ে যাবে |
Ctrl + V | পূর্বের কপি করা লেখা অংশটি পেস্ট হয়ে যাবে |
Ctrl + B | লেখার অক্ষর বা Font মোটা করা যাবে |
Ctrl + X | সিলেক্ট করা অক্ষর বা লিখাগুলো কেটে যাবে |
Ctrl + Z | সিলেক্ট করা অক্ষর বা লিখাগুলো কেটে দেওয়ার পর, পূনরায় লিখাগুলো ফিরিয়ে আনা যাবে |
Enter | কার্সর পয়েন্ট ১ লাইন নিচে নেমে যাবে |
Backspace | Backspace চাপ দিরে, শুধুমাত্র একটি অক্ষর কেটে যাবে। |
Ctrl + F | এটি চাপ দেওয়ার পর একটি ‘নেভিগেশন’ বার আসবে। এটি ডকুমেন্ট এর শব্দ খুজতে সাহায্য করবে। |
আশাকরি, তোমরা তোমাদের এই বাড়ির কাজ গুলো খুবই সহজে শিখে গেছ। এই বাড়ির কাজটি মাইক্রোসফট ওয়ার্ড ও বিভিন্ন অ্যাপলিকেশন এ কাজে লাগবে। তোমরা এই গুলো খুবই ভালো ভাবে শিখে নিবে। তাহলে, লেখালেখি করতে সুবিধা হবে।
আশাদের শেষকথাঃ
আশাকরি, তোমরা এই অধ্যায় এর বাড়ির কাজ গুলো খুবই সহজে করতে পেরেছ। আমি কোন শিক্ষক নই। আমি একজন ছাত্র। আর! আমি একজন ছাত্র হয়ে, ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য। আমি আমার ওয়েবসাইটে প্রতিদিন তোমাদের বাড়ির কাজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ