ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

Telegram Group Join Now

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায়: হ্যালো, শিক্ষার্থীরা। কেমন আছ সবাই। আশাকরি, সকলেই ভালো আছ। আমি টেক এডু বাজ থেকে বিরেশ আছি। আমি আজকে তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ১ – ডিজিটাল সময়ের তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশাকরি, তোমরা আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে, বাড়ির কাজ খুবই সহজে করতে পারবে।

বর্তমান সময়ে ডিজিটাল সময়ের তথ্য সম্পূর্কে জানা খুবই গুরুত্বপূর্ন। তোমরা হয়ত বা জান, তোমাদের শিক্ষাক্রম নতুন ভাবে শুরু হয়েছে। বর্তমান সময়ের শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা। আমরা আগেই বলেছি আমরা আজকে ৭ম শ্রেণির ডিজিটাল সময়ের তথ্য সেশন নিয়ে প্রশ্ন উত্তর ও বাড়ির কাজ সমাধান করব।

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ১ বাড়ির কাজ

আমরা সবার প্রথমে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ১ বাড়ির কাজটি কিভাবে করবে। সেই বিষয়টি নিয়ে নিন্মে আলোচনা করব।

পাঠ্যবইয়ে বাড়ির কাজ এ বলা হয়েছে, ৬ টি ’ক’ দিয়ে প্রশ্ন করার কৈশল কাজে লাগিয়ে সবাই বাড়ি গিয়ে লক্ষ্যদলকে প্রশ্ন করে, তাদের সমস্যা খুঁজে বের করতে হবে। তোমরা হয়ত বুঝতে পেরেছ যে, এখানে লক্ষ্যদল বলতে বাবা-মা তাদের বয়সি অভিভাবক কিংবা দাদা-দাদী, নানা-নানী বা তাদের সম বয়সি ও শিক্ষক এমন তিন ধরনের ব্যাক্তিকে লক্ষ্যদল বলে চিহিন্ত করেছে পাঠ্যবইতে।

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

আশাকরি, তোমরা লক্ষ্যদল বিষয়ে বুঝতে পেরেছ। এখন তোমাদের এই লক্ষ্যদলকে প্রশ্ন করে তাদের কি কি সমস্য হচ্ছে সেটি খুঁজে বের করতে হবে এবং ৬ টি ’ক’ দিয়ে প্রশ্ন করার কৈশল কাজে লাগিয়ে তাদের কাছে প্রশ্ন করতে হবে। আমি তোমাদের সাথে এখন ৬ টি ’ক’ কি কি সেটি নিয়ে নিচে আলোচনা করব।

৬ টি ক হল

কে?কী?কোথায়?
কখন?কেন?কীভাবে?

তোমাদের এই ৬ টি ক মাথায় রেখে লক্ষ্য দল বা টার্গেট দলের সমস্যা খুঁজে বের করা হল বাড়ির কাজ। আমরা এখন তোমাদের সাথে বাড়ির কাজ নিয়ে আলোচনা করব।

সেশন-১ঃ উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান

আমাদের দলের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ
  • নানার বয়স হয়েছে, তাই হাঁটতে অসুবিধে হয়।
  • নানীর বয়স হয়েছে, তাই সে চোখে কম দেখতে পাই।
  • মায়ের রান্নাঘরের ফ্যানটি নষ্ট হয়ে গেছে।
  • বাবার সাইকেল নষ্ট হয়ে গেছে।
  • দাদুর চশমা নষ্ট হয়ে গেছে।
  • দাদী ওষুধ খেতে ভূলে যায়।

এটা আমার লক্ষ্যদলের সমস্যা। তোমাদের ক্ষেত্রে এই একই সমস্যা না হতে ও পারে। তবে, তোমরা যদি তোমাদের লক্ষ্যদলের সমস্যা খুঁজে বের না করতে পার। তাহলে, আমাদের সমস্যা গুলো দিয়ে তোমরা তোমাদের বাড়ির কাজ এর সমাধান করতে পারবে।

আমাদের শেষকথাঃ

আশাকরি, ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা-১ সেশন ১ এর বাড়ির কাজটি খুবই সহজে বুঝতে পেরেছ। আমরা তোমাদের প্রতিটি সেশন এর বাড়ির কাজ করতে সাহায্য করব। তাই, তোমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত পরিদর্শন কর। তোমাদের মোবাইল অথবা কম্পিউটার/ল্যাপটপ দিয়ে। ধন্যবাদ

Leave a Comment