জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম – হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম। আপনারা আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে, সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন।
আমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রেডিং সিস্টেমটা কি ভাবে বের করতে হয় সেটা জানিনা। তবে, আপনারা আজকের পর থেকে খুবই সহজে গ্রেডিং পয়েন্ট বের করতে পারবেন। আপনাদের সাথে আমরা খুবই সহজ মাধ্যমে NU CGPA নির্ণয় করার নিয়ম শেয়ার করব।
অনার্স/ডিগ্রি পয়েন্ট বের করার নিয়ম
আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম জানতে চান। তাদের অবশ্যই অনার্স সিজিপিএ এর পয়েন্ট টেবিল বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ন। আপনাদের সুবিধার জন্য আমরা নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম এর পয়েন্ট টেবিল এর ছবিটা শেয়ার করলাম।
আপনাদের সবার উপরের অনার্স পয়েন্ট টেবিল এর ছবিটি দেখুন। এবার, আপনার অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রেজাল্ট সিট চেক করতে হবে।
ডিগ্রি সিজিপিএ বের করার নিয়ম
আপনার অনার্স প্রথম বর্ষে ৬ টি সাবজেক্ট রয়েছে। এখন আপনি ছয়টি সাবজেক্ট এ যে Letter Grade যাহা পেয়েছেন। মনে করেন, অনার্স/ডিগ্রি প্রথম বর্ষে আপনার ছয়টি সাবজেক্ট এ যথাক্রমে A+, B, C, D, B+, C+ গ্রেড পেয়েছেন। এখন আপনি উপরের অনার্স পয়েন্ট টেবিল এর ছবিটি লক্ষ্য করুন। দেখতে পাবেন Grade Point দেওয়া রয়েছে। এবার আমার মত করে গ্রেড পয়েন্ট গুলো বসিয়ে নিন।
- A+ = 4.00
- B = 3.00
- C = 2.25
- D = 2.00
- B+ = 3.25
- C+ = 2.25
➡ সব পয়েন্ট গুলোর যোগফলঃ 4.00+3.00+2.25+2.00+3.25+2.25= 16.75
আপনারা উপরে গ্রেড পয়েন্ট চেক করতে পেরেছেন। এখন আপনাকে Grade Point সবগুলো একসাথে যোগ করতে হবে। আমরা উপরে পয়েন্ট গুলো সব এক সাথে যোগ করেছি। এবার আপনার ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে যে কয়টি সাবজেক্ট থাকবে। সেই কয়টি সাবজেক্ট দিয়ে ভাগ করতে হবে।
➡ সব পয়েন্ট গুলোর যোগফল ፥ সাবজেক্ট এর পরিমানঃ 16.75፥6= 2.79
আপনারা দেখতে পাচ্ছেন ভাগফল 2.79 পেয়েছি। আপনারা সবাই এবার অনার্স পয়েন্ট টেবিল এর ছবিটি দেখুন। আপনারা 2.79 (B-) এখন বি মাইনাস সমান 2nd Class.
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা খুবই সহজে অনার্স/ডিগ্রি সিজিপিএ বের করার নিয়ম জানতে পেরেছেন। আমরা আপনাদের সাথে সব থেকে সহজ নিয়মটি শেয়ার করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আর! আজকের আটিকেলটি ভালো লাগলে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।