পিংক সল্ট এর দাম – হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিংক সল্ট এর দাম কত?
পিংক সল্ট হল এক ধরনের লবণ। কিন্তু! অন্য অন্য সল্ট বা লবণের থেকে ভিন্ন রং এর হয়ে থাকে। এই সল্ট এর রং সাধারনত গোলাপী রং হয়ে থাকে। এই পিংক সল্ট হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে তৈরি হয়। এই পিংক সল্ট প্রাকৃতিক ভাবে গোলাপী রং বা পিং ক্লালারে হয়ে থাকে। আপনারা যদি, আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। তাহলে, পিংক লবণের বিষয় বিস্তারিত জানতে পারবেন।
পিংক সল্ট এর দাম কত ২০২৪
পিংক সল্ট ৫০০ গ্রামের দাম মাত্র ৳১৮০ টাকা। আপনারা দারাজ থেকে খুবই সহজে Himalayan Natural Pink Salt অডার করতে পারবেন। আপনারা অবশ্যই দারাজ থেকে প্রতিটা প্রডাক্ট এর Ratings & Reviews দেখে ক্রয় করবেন। আপনাদের সুবিধার জন্য আমরা হিমালয়ান পিংক সল্ট এর দাম গুলো নিচে শেয়ার করা হল।
Pink Salt Quantity | Price in Bangladesh |
Himalayan Pink Salt/Pink Salt/Rock Salt/Salt-100gm | 89 TK |
Hema_loy Pink Salt/Natural Rock Salt – 200gm | 160 TK |
Pink Salt/Himalayan Natural Pink Salt Rock Salt 500gm | 250 TK |
Himalayan Pink Salt- 1 kg ( Rock Salt )- Golapi salt | 380 TK |
আপনারা যদি, (https://www.daraz.com.bd/salt/) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে পিংক সল্ট ক্রয় করেন। আপনারা দারাজ থেকে অডার করলে, ৫০% ছাড়ে কিনতে পারবেন।
পিংক সল্টের উপকারিতা
আপনারা অনেকেই জানেন না, পিংক সল্টের উপকারিতা ও অপকারিতা। আপনাদের সুবিধার জন্য আমরা নিচে বিস্তারিত শেয়ার করছি।
- পিংক সল্ট খাবারের স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে।
- পিংক সল্ট খাবার সংরক্ষণে সাহায্য করে সাধারন লবণের মত।
- পিংক সল্ট শরীরের পানির মাত্রা সঠিক ভাবে বজায় রাখতে সাহায্য করে।
- এছাড়া, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্য করে।
- হাড় ভালো রাখে এবং শ্বাসকষ্টের সমস্যা দূর করে।
- এছাড়া, এই লবণ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
এছাড়া, পিংক সল্ট এর আরো অনেক গুন রয়েছে। আপনারা একটু গুগল, ইউটিউবে সার্চ করে জেনে নিন।
পিংক সল্টের অপকারিতা
পিংক সল্ট যদিও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তবে অতিরিক্ত ব্যবহারের জন্য কিছু অপকারিতা করে থাকে। আপনাদের সুবিধার জন্য পিংক সল্টের অপকারিতা গুলো নিন্মে শেয়ার করা হল।
- পিংক সল্টে অতিরিক্ত সোডিয়াম থাকে। এই লবণে অতিরিক্ত সোডিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা ও নানান স্বাস্থ্য সমস্যা হতে পারে।
- অতিরিক্ত মাত্রায় পিংক সল্ট খাওয়ার জন্যে পানিশূন্যতা হতে পারে।
- অতিরিক্ত মাত্রায় পিংক লবণ খেলে পেটের সমস্যা হতে পারে।
- এছাড়া, অতিরিক্ত মাত্রায় পিংক সল্ট খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
- পিংক সল্ট খাওয়ার পর সঠিক পরিমাণে জল বা পানি খাওয়া উচিত।
আশাকরি, আপনারা জানতে ও বুঝতে পেরেছেন। পিংক সল্ট খাওয়ার জন্য যেমন উপকার রয়েছে। তেমনি অপকারিতা ও রয়েছে। আপনারা হয়ত বা অনেকেই জানেন। প্রত্যেকটা জিনিসের কিছু ভালো ও খারাপ দিক থাকে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা পিংক সল্ট এর দাম নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা এবং আমাদের ওয়েবসাইট সব সময় আপনাদের সঠিক ও নিভূল তথ্য দিয়ে থাকি। আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ