ক্যানভা প্রো ফ্রি ব্যবহার করার উপায় ২০২৪

হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যানভা প্রো ফ্রি ব্যবহার করার উপায়। এছাড়া, আপনারা যারা Canva Premium এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান। তাদের কাছে একটা অনুরোধ থাকবে। আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

বর্তমান সময়ে Canva নামটি শুনেনি এমন কোন মানুষ নাই। আপনারা হয়ত বা অনেকেই Canva নাম শুনেছেন। কিন্তু! আপনারা Canva কি কাজে ব্যবহার করা হয় সেটা হয়ত বা আপনারা জানেন না। আজকে আমরা Canva এর ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনারা যারা জানেন না, Canva কি? Canva হল একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল। আপনারা এটার মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর কাজ করতে করতে পারবেন। যেমন আপনি Logo Design, Poster Design, Presentation, Social Media Post ইত্যাদি খুবই সহজে ডিজাইন করতে পারবেন।

Canva কি?

আমরা উপরে কেনভা নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে, কেনভা দিয়ে ছবি ও ভিডিও ইডিটিং করতে পারবেন। এছাড়া, আপনারা কেনভা দিয়ে আপনার স্কুল কলেজ এর প্রেজেন্টেশন করতে পারবেন। কেনভা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি টুল। আশাকরি, আপনারা কেনভা কি? এই ব্যাপারে অল্প কিছুটা হলে ও ধারনা লাভ করতে পেরেছেন।

Canva কি ফ্রিতে ব্যবহার করা যায়?

আপনি ক্যানভা প্রো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে, আপনি Canva Premium এর সুযোগ সুবিধা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। আপনি যখন কেনভা ফ্রি ভারসন ব্যবহার করবেন। আপনি তখন প্রিমিয়াম লোগো, পোস্টার, ব্যানার, প্রেজেন্টেশন ও ফন্ট ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। এছাড়া, আরো অনেক কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না।

কিভাবে Canva Premium দিয়ে টাকা ইনকাম করা যায়?

বর্তমান সময়ে Canva Premium দিয়ে খুবই সহজে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাচ্ছেন। আপনারা হয়ত বা জানেন না, কেনভা দিয়ে সব ধরনের কাজ করা যায়। আপনাকে শুধু কাজ করার দক্ষতা জানতে হবে।

আপনি যদি, fiverr এবং Upwork এর মত প্লাটফর্ম এ কাজ করতে চান। তাহলে, আপনাদের অবশ্যই কেনভা ডিজাইন শিখতে হবে। কারণ, fiverr এবং Upwork এর মত প্লাটফর্ম এ Logo Design, Social Media Design, Social Posts & Banners ইত্যাদি ধরনের কাজগুলো আপনারা Canva Premium দিয়ে খুবই সহজে করতে পারবেন।

আপনারা অনেক সময় ফেসবুক অথবা ইউটিউবে ফ্রিল্যান্সিং কোর্স দেখতে পান। সেখানে আপনারা অবশ্যই কেনভা ডিজাইন এর ক্লাস দেখতে পাবেন। কারণ, কেনভা খুবই গুরুত্বপূর্ন। বর্তমান সময়ে কেনভা দিয়ে খুবই সহজে গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো করতে পারবেন।

Canva Pro একাউন্টের দাম কত?

ক্যানভা প্রো একাউন্টের দাম খুবই কম টাকা। Canva Pro একাউন্ট সাধারনত ১ মাস অথবা ১ বছরের জন্য ক্রয় করতে পারবেন। কেনভা প্রিমিয়াম প্রতি মাসে ৯০০ টাকা বা প্রতি বছর ৯০০০ টাকা এর ভিতরে কিনতে পাবেন।

আপনারা যদি, নিজে নিজে কার্ড দিয়ে Canva Pro একাউন্ট ক্রয় করতে চান। তাহলে, এমন টাকা খরচ হবে। কিন্তু! আপনারা বিভিন্ন ফেসবুক পেজ এর বিঙ্গাপন দেখতে পাবেন। সেখানে আপনারা ৯৯ টাকায় ১ মাসের জন্য Canva Pro কিনতে পারবেন। এছাড়া, আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি Canva Pro একাউন্ট Giveaway দেওয়া হয়।

ক্যানভা প্রো ফ্রি ব্যবহার করার উপায় ২০২৪

Canva Pro এর Premium একাউন্ট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে, আপনাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটের Telegram Group এ Join করতে হবে। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য Canva Pro Premium Account Giveaway করব। 

আপনারা যদি, আমাদের টেলিগ্রাম গ্রপে জয়েন করেন। তাহলে, আপনাদের Canva Pro Premium একাউন্ট ক্রয় করতে হবে না। নিচে আমাদের ওয়েবসাইটের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপের লিংক শেয়ার করা হল। Join Here বাটনে ক্লিক করে দ্রুত জয়েন করুন।

Join Our Telegram Group

আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং গ্রুপে এসে আপনারা Canva Pro একাউন্ট গিফ্ট হিসাবে ৫০০ জন পেয়ে যাবেন। তাই, সবাই খুবই দ্রুত টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন। কিভাবে Canva Premium একাউন্ট দিয়ে খুবই সহজে টাকা ইনকাম করা যাই। এছাড়া, আপনারা কিভাবে ফ্রি Canva Pro একাউন্ট ব্যবহার করতে পারবেন। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পোস্টটি যদি উপকারী মনে হয়। তাহলে, আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

3/5 - (24 votes)

Leave a Comment