হ্যালো, প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার নিয়ম। আপনারা একটি Android App এর মাধ্যমে খুবই সহজে যে কোন ওয়াইফাই পাসওয়ার্ড গুলো খুবই সহজে জানতে পারবেন।
ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অনেক উপায় রয়েছে। কিন্তু! সেগুলো সব সময় কাজ করে না। আজ আমরা আপনাদের সাথে এক নই দুটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব। যার মাধ্যমে আপনারা খুবই সহজে ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড এন্ড হটস্পট Password বের করতে পারবেন।
কিভাবে ফ্রি wifi চালানো যায়
বাড়ির আশেপাশে থাকা wifi password ব্যবহার করার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। আপনারা বাড়ির আশেপাশের WIFi এর নাম দেখতে পাবেন। তবে, সেগুলো কানেক্ট করার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। কারণ, যদি কোন WiFi পাসওয়ার্ড ব্যবহার না করে। তাহলে, খুবই সহজে যে কেউ কানেক্ট করে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবে।
এছাড়া, আপনারা গুগল প্লে-স্টোর থেকে WiFi Password Show নামে একটি Android App পেয়ে যাবেন। আপনারা অ্যাপটি ইনস্টল করে নিন। তারপর, আপনার বাড়ির আশে পাশের থাকা wifi এর ওপর একটি ক্লিক করুন। তাহলে, আ্যাপ আপনাদের ফ্রিতে wifi pasword দেখিয়ে দেবে। তাহলে, আপনারা খুবই সহজে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার পর কানেক্ট করত পারবেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সবথেকে সহজ নিয়ম হল? আপনার আশে পাশে বাড়ির WiFi যদি হয়। তাহলে, তার কাছ থেকে শুনে নিতে হবে অথবা আপনার কোন বন্ধুর ওয়াইফাই হতে হবে। তাহলে, সে চাইবা মাত্র আপনাকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে, আপনার মোবাইলটি কানেক্ট করে দিবে।
অথবা, আপনি Wps app দিয়ে wifi কানেক্ট করে নিতে পারবেন। এটি একটি Android App যা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি আপনাদের মোবাইলে কানেক্ট করার পর। আশেপাশের সকল ওয়াইফাই গুলো দেখাবে। আপনি যেটার দেকবেন নেওয়ার্ক কানেকশন ভালো। সেটির ওপরে একটি ক্লিক করবেন। তাহলে, আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে।
ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার
বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে অনেক ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার বা অ্যাপস রয়েছে। তবে, আমি আপনাদের সাথে শেয়ার করব। যে অ্যাপগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট কানেক্ট করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে ৫টি ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার শেয়ার করা হল।
আপনারা আপাতত এই ৫টি অ্যাপ দিয়ে দেখতে পারনে। তবে, আমরা আপনাদের প্রথম এবং তৃতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য অনুরোধ করব। কারণ, আপনারা এই দুটি অ্যাপ দিয়ে খুবই সহজে WiFi Password বের করতে পারবেন।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা বাড়ির আশেপাশে থাকা wifi password জানতে পেরেছেন। আপনারা যদি, আজকের প্রতিবেদটির মাধ্যমে উপকার পেয়ে থাকেন। তাহলে, আপনারা আমাদের পোস্টটি আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করতে ভূলবেন না। কারন, আপনার বন্ধু ও কিন্তু! ফ্রি WiFi ব্যবহার করতে পারবে। ধন্যবাদ