চটপটি মসলার দাম কত ২০২৪

Telegram Group Join Now

হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চটপটি মসলার দাম কত?

চটপটি হল বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার। এটি বাংলাদেশের ফুটপাতে ভ্যান এর উপর এবং ছোট ছোট টোং দোকানের মাধ্যমে বিক্রয় করা হয়। এটি সব শ্রেনীর মানুষের জনপ্রিয় খাদ্য। এটি সাধারনত বিকাল বা রাতের নাস্তা করে খেতে ভালোবাসে সবাই। এটি একটি পুষ্টি গুন সমৃদ্ধ একটি খাদ্য।

চটপটি মসলার দাম কত

বাংলাদেশে বর্তমান সময়ে চটপটি সকলের প্রিয় খাবার। এটা মাথায় রেখে অনেক কোম্পানী চটপটির মসলা তৈরি করা শুরু করেছে। আপনারা এই চটপটি রেডিমিক্স মসলার জন্য খুবই অল্প সময়ের ভিতরে চটপটি তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা চটপটি মসলার দাম শেয়ার করছি।

রাধুনী চটপটি মসলা ৫০ গ্রামের দাম মাত্র ৳৪০ টাকা। আপনারা বাংলাদেশের রাধুনী কোম্পানীর মসলা ক্রয় করতে পারেন। কারন, আপনারা সবাই জানেন রাধুনী বাংলাদেশের বিশ্বস্ত একটি মসলা কোম্পানী।

চটপটি বানানোর উপকরণ

আপনারা যারা ঝটপট চটপটি তৈরি করতে চান। তাদের জন্য আমরা নিচে চটপটি বানানোর প্রধান উপাদানগুলি শেয়ার করছি।

  • বুটের ডাল (১ কাপ)।
  • আলু সিদ্ধ (পরিমাণ মত)।
  • পেয়াজ (পরিমাণ মত)।
  • কাঁচা ঝাল (পরিমাণ মত)।
  • ধনেপাতা (পরিমাণ মত)।
  • তেল, লবণ ও হলুদ ইত্যাদি।

আপাতত এই উপকরণ গুলো থাকলে, খুবই সহজে চটপটি তৈরি করতে পারবেন। আর! সাথে অবশ্যই রাধুনী রেডিমেট চটপটি মসল্যা ব্যবহার করবেন।

চটপটির টক তৈরির নিয়ম

আপনারা হয়ত বা সবাই জানেন, চটপটি সাধারনত টক, মিষ্টি ও মিশ্রণ স্বাদের হয়ে থাকে। তাই, চটপটিতে টক খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমরা এবার আপনাদের সাথে চটপটির টক তৈরি করার নিয়ম শেয়ার করব।

  • তেঁতুল পানিতে ভিজিয়ে রাখতে হবে।
  • চিনি দিতে হবে পরিমাণ মত।
  • একটু সামান্য পরিমানে টেস্টি সল্ট বা লবণ দিতে হবে।

আপাতত এই গুলো হলে  চটপটির স্বাদ টক করতে পারবেন। সব কিছু করা হয়ে গেলে একটা সিদ্ধ ডিম চটপটিতে যুক্ত করবেন। এছাড়া, শষা ও পেয়াজ কুচি সহ ধনেপাতা কুচি যুক্ত করবেন। তাহলে, চটপটির স্বাদ দ্বিগুন হয়ে যবে।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে চটপটি মসলার দাম নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

Leave a Comment